- প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ সম্পর্কে প্রথমে কোনো চিঠি না করা হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালক ৩/১২/২২ তারিখে প্রথম আলোকে নম্বর বণ্টনের বিষয়ে জানিয়েছিলো। বর্তমানে অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ এর মানবন্টন সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। তা নিচে তুলে ধরা হলো। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ হবে চারটি (বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান) বিষয়ের উপর মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে । প্রতিটি বিষয়ের নম্বর হবে ২৫ করে। পরীক্ষা সময় ২ ঘন্টা চারটি বিষয়ের পরীক্ষা একই প্রশ্নপত্রে একই সময়ে অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় যে ১০ শতাংশ শিক্ষার্থী এগিয়ে থাকবে, তারাই এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩এর ৩০ ডিসেম্বরে • পরীক্ষা অনুষ্ঠিত হবে উপজেলা সদরে।
- প্রশ্ন কাঠামোর সাধারণ নিদেশনা: বৃত্তি পরীক্ষা ২০২৩ সিলেবাস ← শিক্ষার্থীকে প্রশ্নপত্রের নির্ধারিত জায়গায় টিক চিহ্ন অথবা লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে । ভিন্নভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না। | বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সবর্মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে । প্রতি বিষয়ে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে । প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দিতে হবে। সঠিক উত্তর নির্বাচনে দুই বা ততোধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে ঐ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না। [ বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যার মধ্য থেকে ৪টি করে ৮টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনিবচিনী প্রশ্ন লমগ্র পাঠাপুস্তকের মধ্য হতে থাকবে। একটি রচনামূলক প্রশ্নের জন্য ১০ নম্বর থাকবে । | গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা লমাধানমূলক প্রশ্ন থাকবে যার প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে । [] ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে । একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে যার মান ১০ নম্বর থাকবে।
- প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ সম্পর্কে প্রথমে কোনো চিঠি না করা হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালক ৩/১২/২২ তারিখে প্রথম আলোকে নম্বর বণ্টনের বিষয়ে জানিয়েছিলো। বর্তমানে অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ এর মানবন্টন সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। তা নিচে তুলে ধরা হলো। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ হবে চারটি (বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান) বিষয়ের উপর মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে । প্রতিটি বিষয়ের নম্বর হবে ২৫ করে। পরীক্ষা সময় ২ ঘন্টা চারটি বিষয়ের পরীক্ষা একই প্রশ্নপত্রে একই সময়ে অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় যে ১০ শতাংশ শিক্ষার্থী এগিয়ে থাকবে, তারাই এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩এর ৩০ ডিসেম্বরে • পরীক্ষা অনুষ্ঠিত হবে উপজেলা সদরে।
- প্রশ্ন কাঠামোর সাধারণ নিদেশনা:
বৃত্তি পরীক্ষা ২০২৩ সিলেবাস
← শিক্ষার্থীকে প্রশ্নপত্রের নির্ধারিত জায়গায় টিক চিহ্ন অথবা লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে । ভিন্নভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।
| বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সবর্মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
প্রতি বিষয়ে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে । প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দিতে হবে। সঠিক উত্তর নির্বাচনে দুই বা ততোধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে ঐ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না।
[ বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যার মধ্য থেকে ৪টি করে ৮টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনিবচিনী প্রশ্ন লমগ্র পাঠাপুস্তকের মধ্য হতে থাকবে। একটি রচনামূলক প্রশ্নের জন্য ১০ নম্বর থাকবে ।
| গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা লমাধানমূলক প্রশ্ন থাকবে যার প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে ।
[] ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনিবচিনী প্রশ্ন থাকবে । একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে
যার মান ১০ নম্বর থাকবে।
Tab Content
নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ
নমুনা প্রশ্ন-২০২৩ইং
নবম-দশম
বিষয়ঃ হিসাববিজ্ঞান(সৃজনশীল)
সময়: ০০:১০ ঘন্টা পূর্ণমান-১০
১। সঠিক উত্তর খাতায় লিখঃ যে কোন ১০টি।
১. পারিবারিক হিসাব নিকাশের দ্বিতীয় ধাপ কোনটি?
Ο ক) পারিবারিক তহবিল
Ο খ) আয়-ব্যয় বিবরণী
Ο গ) প্রাপ্তি ও প্রদান হিসাব
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (খ)
২. আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। কারণ এর মাধ্যমে –
i. পরিবারের আর্থিক বুনিয়াদের চিত্র পাওয়া যায়
ii. ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়
iii. পরিবারের আয় ব্যয়ের চিত্র পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. পরিবারের ভবিষ্যৎ আয় ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে কী বলে?
Ο ক) পারিবারিক হিসাব
Ο খ) আর্থিক অবস্থার বিবরণী
Ο গ) পারিবারিক বাজেট
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)
৪. পারিবারিক হিসাব নিকাশ কার্য সহজ হবার কারণ কী?
Ο ক) একক নিয়্ন্ত্রণ
Ο খ) নগদ লেনদেন
Ο গ) জবাবদিহিতা না থাকা
Ο ঘ) আইনি জটিলতা না থাকায়
সঠিক উত্তর: (খ)
৫. প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কোন বইয়ের অনুরূপ?
Ο ক) খতিয়ানবই
Ο খ) নগদান বই
Ο গ) আয়-ব্যয় বিবরণী
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (গ)
৬. পারিবারিক বাজেটকে কার্যকরী করতে হলে কোনটি চিহ্নিত করতে হবে?
Ο ক) সম্ভাব্য আয়ের সকল উৎস
Ο খ) সম্ভাব্য ব্যয়ের খাত
Ο গ) পারিবারিক সম্পত্তি
Ο ঘ) সামাজিক মর্যাদা
সঠিক উত্তর: (ক)
৭. পারিবারিক বাজেট প্রণয়ন করার ফলে আয়ের অতিরিক্ত ব্যয় করার সুযোগ থাকে না কেন?
Ο ক) পরিবারের সদস্যদের খরচ করতে দেওয়া হয় না
Ο খ) পরিবারের আয় বৃদ্ধি করা হয়
Ο গ) পরিবারকে একটি নির্দিষ্ট কাঠামোর ভিতর আনা যায়
Ο ঘ) পরিবারের সদস্যদের চাহিদা কমানো হয়
সঠিক উত্তর: (গ)
৮. মনির চৌধুরীকে তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার সময় কোন বিষয়টিতে লক্ষ্য রাখতে হবে?
Ο ক) আয় যেন ব্যয়ের চেয়ে বেশি না হয়
Ο খ) ব্যয় যেন আয়ের চেয়ে বেশি না হয়
Ο গ) সম্পদ যেন দায়ের অপেক্ষা কম না হয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয় অপেক্ষা মুনাফা জাতীয় ব্যয় কম না হয়
সঠিক উত্তর: (খ)
৯. পারিবারিক আয়ের ১০% – ১৫% কোন খাতে ব্যয় করা উচিত?
Ο ক) খাদ্য খাতে
Ο খ) বস্ত্র খাতে
Ο গ) বাসস্থান খাতে
Ο ঘ) শিক্ষা খাতে
সঠিক উত্তর: (ঘ)
১০. নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করা সম্ভব যদি –
i. আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়
ii. আয় বুঝে ব্যয় করা হয়
iii. কার্যকরী বাজেট প্রণয়ন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১. পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
১২. আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে –
i. প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত আয়-ব্যয় বিবরণীতে দেখাতে হয় না
ii. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান আয়-ব্যয় বিবরণীতে আসবে না
iii. বিগত ও পরবর্তী সালের কোনো আয়-ব্যয় এই বিবরণীতে আসবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩. পারিবারিক বাজেট তৈরির প্রথম স্তর কোনটি?
Ο ক) বাস্তবমুখী পরিকল্পনা
Ο খ) আয় ও ব্যয়ের সমতা রক্ষা
Ο গ) মূল্য নিরূপণ
Ο ঘ) প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের তালিকা প্রস্তুত
সঠিক উত্তর: (ঘ)
১৪. সঞ্চয় পত্রের সুদ প্রাপ্তি পরিবারের কোন জাতীয় আয়?
Ο ক) মোট আয়
Ο খ) মূলধন জাতীয় আয়
Ο গ) নিট আয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ঘ)
১৫. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (খ)
১৬. আয় বুঝে ব্যয় করা সম্ভব হয় কখন?
Ο ক) বাজেট প্রণয়ন করা হলে
Ο খ) সম্পদ ও দায়ের সমন্বয় করা হলে
Ο গ) আয় ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করলে
Ο ঘ) দায়িত্ববান হলে
সঠিক উত্তর: (গ)
১৭. পারিবারিক হিসাব ব্যবস্থায় কী প্রস্তুত করা হয়?
Ο ক) আয়-ব্যয় ও আর্থিক ব্যবস্থার বিবরণী
Ο খ) মোট লাভ ও নিট লাভ বিবরণী
Ο গ) মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় হিসাব নির্ণয়
Ο ঘ) ক্রয়-বিক্রয় ও লাভ-ক্ষতি হিসাব
সঠিক উত্তর: (ক)
১৮. আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ বলতে নিচের কোনটি বোঝায়?
Ο ক) হাঁস-মুরগী প্রতিপালন, পশু পালন করা
Ο খ) স্কুল কলেজ প্রতিষ্ঠা করা
Ο গ) ক্লাব প্রতিষ্ঠা করা
Ο ঘ) খেলাধুলার আয়োজন করা
সঠিক উত্তর: (ক)
১৯. জীবনকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য কোনটির গুরুত্ব অত্যাধিক?
Ο ক) সঠিক পারিবারিক বাজেট প্রণয়ন
Ο খ) সামাজিক বন্ধন প্রতিষ্ঠা
Ο গ) সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োগ
Ο ঘ) আয়ের বৃদ্ধি ঘটান
সঠিক উত্তর: (গ)
২০. আর্থিক অবস্থার বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে এর মাধ্যমে –
i. পরিবারের সম্পদ সম্পর্কে জানা
ii. পরিবারের দায় সম্পর্কে জানা
iii. পারিবারিক তহবিল সম্পর্কে জানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
প্রশ্ন-০২। নিখিল চন্দ্রের ব্যবসায়ের ৩০-০৬-২০২০ তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ :
ক্রমিক নং | হিসাবের নাম | খ.পৃ. | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
1 | পণ্য ক্রয় ও বিক্রয় | ১,৫০,০০০ | ৩,০০,০০০ | |
2 | উত্তোলন ও মূলধন | ৯০,০০০ | ২,০০,০০০ | |
3 | দেনাদার ও পাওনাদার | ৮২,০০০ | ৪২,০০০ | |
4 | অন্তর্মুখী ফেরত | ৪,০০০ | ||
5 | প্রাপ্য বিল ও প্রদেয় বিল | ৬,০০০ | ১১,০০০ | |
6 | বাট্টা | ৪,০০০ | ৩,০০০ | |
7 | কমিশন | ১,০০০ | ৪০০ | |
8 | বেতন (১০ মাস) | ২০,০০০ | ||
9 | বিবিধ স্থায়ী সম্পদ | ১,০০,০০০ | ||
10 | অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি | ৩,০০০ | ২,৬০০ | |
11 | হাতে নগদ | ৪৫,০০০ | ||
12 | কারবারি বাট্টা | ৩,০০০ | ১,০০০ | |
13 | প্রারম্ভিক মজুদ পণ্য | ৫২,০০০ | ||
মোট |
| ৫,৬০,০০০ | ৫,৬০,০০০ |
সমন্বয়সমূহ :
১. সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ২০,০০০ টাকা এবং বাজার মূল্য ২২,০০০ টাকা।
২. দেনাদারের ১০% অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য কর।
৩. মূলধনের ওপর ৫% হারে সুদ ধরতে হবে।
৪. স্থায়ী সম্পদের ওপর ৫% হারে অবচয় ধরতে হবে।
ক. নিখিল চন্দ্রের চলতি সম্পদের মোট পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত কর।
গ. নিখিল চন্দ্রের ব্যবসায়ের নীট মুনাফার অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় কর।
গানিতিক সমাধান:
জুলাই ২০২৩
HEAD LINES | HEAD LINES | HEAD LINES | HEAD LINES |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
ITEMS | ITEMS | ITEMS | ITEMS |
|
|
|
|
নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ
নমুনা প্রশ্ন-২০২৩ইং
নবম-দশম
বিষয়ঃ হিসাববিজ্ঞান(সৃজনশীল)
সময়: ০০:১০ ঘন্টা পূর্ণমান-১০
১। সঠিক উত্তর খাতায় লিখঃ যে কোন ১০টি।
১. পারিবারিক হিসাব নিকাশের দ্বিতীয় ধাপ কোনটি?
Ο ক) পারিবারিক তহবিল
Ο খ) আয়-ব্যয় বিবরণী
Ο গ) প্রাপ্তি ও প্রদান হিসাব
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (খ)
২. আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। কারণ এর মাধ্যমে –
i. পরিবারের আর্থিক বুনিয়াদের চিত্র পাওয়া যায়
ii. ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়
iii. পরিবারের আয় ব্যয়ের চিত্র পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. পরিবারের ভবিষ্যৎ আয় ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে কী বলে?
Ο ক) পারিবারিক হিসাব
Ο খ) আর্থিক অবস্থার বিবরণী
Ο গ) পারিবারিক বাজেট
Ο ঘ) পরিকল্পনা
সঠিক উত্তর: (গ)
৪. পারিবারিক হিসাব নিকাশ কার্য সহজ হবার কারণ কী?
Ο ক) একক নিয়্ন্ত্রণ
Ο খ) নগদ লেনদেন
Ο গ) জবাবদিহিতা না থাকা
Ο ঘ) আইনি জটিলতা না থাকায়
সঠিক উত্তর: (খ)
৫. প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কোন বইয়ের অনুরূপ?
Ο ক) খতিয়ানবই
Ο খ) নগদান বই
Ο গ) আয়-ব্যয় বিবরণী
Ο ঘ) আর্থিক অবস্থার বিবরণী
সঠিক উত্তর: (গ)
৬. পারিবারিক বাজেটকে কার্যকরী করতে হলে কোনটি চিহ্নিত করতে হবে?
Ο ক) সম্ভাব্য আয়ের সকল উৎস
Ο খ) সম্ভাব্য ব্যয়ের খাত
Ο গ) পারিবারিক সম্পত্তি
Ο ঘ) সামাজিক মর্যাদা
সঠিক উত্তর: (ক)
৭. পারিবারিক বাজেট প্রণয়ন করার ফলে আয়ের অতিরিক্ত ব্যয় করার সুযোগ থাকে না কেন?
Ο ক) পরিবারের সদস্যদের খরচ করতে দেওয়া হয় না
Ο খ) পরিবারের আয় বৃদ্ধি করা হয়
Ο গ) পরিবারকে একটি নির্দিষ্ট কাঠামোর ভিতর আনা যায়
Ο ঘ) পরিবারের সদস্যদের চাহিদা কমানো হয়
সঠিক উত্তর: (গ)
৮. মনির চৌধুরীকে তার পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার সময় কোন বিষয়টিতে লক্ষ্য রাখতে হবে?
Ο ক) আয় যেন ব্যয়ের চেয়ে বেশি না হয়
Ο খ) ব্যয় যেন আয়ের চেয়ে বেশি না হয়
Ο গ) সম্পদ যেন দায়ের অপেক্ষা কম না হয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয় অপেক্ষা মুনাফা জাতীয় ব্যয় কম না হয়
সঠিক উত্তর: (খ)
৯. পারিবারিক আয়ের ১০% – ১৫% কোন খাতে ব্যয় করা উচিত?
Ο ক) খাদ্য খাতে
Ο খ) বস্ত্র খাতে
Ο গ) বাসস্থান খাতে
Ο ঘ) শিক্ষা খাতে
সঠিক উত্তর: (ঘ)
১০. নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করা সম্ভব যদি –
i. আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়
ii. আয় বুঝে ব্যয় করা হয়
iii. কার্যকরী বাজেট প্রণয়ন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১১. পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
১২. আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে –
i. প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত আয়-ব্যয় বিবরণীতে দেখাতে হয় না
ii. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান আয়-ব্যয় বিবরণীতে আসবে না
iii. বিগত ও পরবর্তী সালের কোনো আয়-ব্যয় এই বিবরণীতে আসবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩. পারিবারিক বাজেট তৈরির প্রথম স্তর কোনটি?
Ο ক) বাস্তবমুখী পরিকল্পনা
Ο খ) আয় ও ব্যয়ের সমতা রক্ষা
Ο গ) মূল্য নিরূপণ
Ο ঘ) প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের তালিকা প্রস্তুত
সঠিক উত্তর: (ঘ)
১৪. সঞ্চয় পত্রের সুদ প্রাপ্তি পরিবারের কোন জাতীয় আয়?
Ο ক) মোট আয়
Ο খ) মূলধন জাতীয় আয়
Ο গ) নিট আয়
Ο ঘ) মুনাফা জাতীয় আয়
সঠিক উত্তর: (ঘ)
১৫. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (খ)
১৬. আয় বুঝে ব্যয় করা সম্ভব হয় কখন?
Ο ক) বাজেট প্রণয়ন করা হলে
Ο খ) সম্পদ ও দায়ের সমন্বয় করা হলে
Ο গ) আয় ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করলে
Ο ঘ) দায়িত্ববান হলে
সঠিক উত্তর: (গ)
১৭. পারিবারিক হিসাব ব্যবস্থায় কী প্রস্তুত করা হয়?
Ο ক) আয়-ব্যয় ও আর্থিক ব্যবস্থার বিবরণী
Ο খ) মোট লাভ ও নিট লাভ বিবরণী
Ο গ) মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় হিসাব নির্ণয়
Ο ঘ) ক্রয়-বিক্রয় ও লাভ-ক্ষতি হিসাব
সঠিক উত্তর: (ক)
১৮. আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ বলতে নিচের কোনটি বোঝায়?
Ο ক) হাঁস-মুরগী প্রতিপালন, পশু পালন করা
Ο খ) স্কুল কলেজ প্রতিষ্ঠা করা
Ο গ) ক্লাব প্রতিষ্ঠা করা
Ο ঘ) খেলাধুলার আয়োজন করা
সঠিক উত্তর: (ক)
১৯. জীবনকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য কোনটির গুরুত্ব অত্যাধিক?
Ο ক) সঠিক পারিবারিক বাজেট প্রণয়ন
Ο খ) সামাজিক বন্ধন প্রতিষ্ঠা
Ο গ) সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োগ
Ο ঘ) আয়ের বৃদ্ধি ঘটান
সঠিক উত্তর: (গ)
২০. আর্থিক অবস্থার বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে এর মাধ্যমে –
i. পরিবারের সম্পদ সম্পর্কে জানা
ii. পরিবারের দায় সম্পর্কে জানা
iii. পারিবারিক তহবিল সম্পর্কে জানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
প্রশ্ন-০২। নিখিল চন্দ্রের ব্যবসায়ের ৩০-০৬-২০২০ তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ :
ক্রমিক নং | হিসাবের নাম | খ.পৃ. | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
1 | পণ্য ক্রয় ও বিক্রয় | ১,৫০,০০০ | ৩,০০,০০০ | |
2 | উত্তোলন ও মূলধন | ৯০,০০০ | ২,০০,০০০ | |
3 | দেনাদার ও পাওনাদার | ৮২,০০০ | ৪২,০০০ | |
4 | অন্তর্মুখী ফেরত | ৪,০০০ | ||
5 | প্রাপ্য বিল ও প্রদেয় বিল | ৬,০০০ | ১১,০০০ | |
6 | বাট্টা | ৪,০০০ | ৩,০০০ | |
7 | কমিশন | ১,০০০ | ৪০০ | |
8 | বেতন (১০ মাস) | ২০,০০০ | ||
9 | বিবিধ স্থায়ী সম্পদ | ১,০০,০০০ | ||
10 | অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি | ৩,০০০ | ২,৬০০ | |
11 | হাতে নগদ | ৪৫,০০০ | ||
12 | কারবারি বাট্টা | ৩,০০০ | ১,০০০ | |
13 | প্রারম্ভিক মজুদ পণ্য | ৫২,০০০ | ||
মোট |
| ৫,৬০,০০০ | ৫,৬০,০০০ |
সমন্বয়সমূহ :
১. সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ২০,০০০ টাকা এবং বাজার মূল্য ২২,০০০ টাকা।
২. দেনাদারের ১০% অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য কর।
৩. মূলধনের ওপর ৫% হারে সুদ ধরতে হবে।
৪. স্থায়ী সম্পদের ওপর ৫% হারে অবচয় ধরতে হবে।
ক. নিখিল চন্দ্রের চলতি সম্পদের মোট পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত কর।
গ. নিখিল চন্দ্রের ব্যবসায়ের নীট মুনাফার অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় কর।
গানিতিক সমাধান:
এটিই আমার একমাত্র কর্মক্ষেত্র। শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্খীদের নিষ্ঠা ও ভালবাসার দৃশ্যমান রূপ অবয়ব নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ। এলাবাসীসহ সকলের দোয়া ও যত্নে প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী হয়ে উঠেছে এবং অহংকার করার মত সফলতার বর্ণরঙিন ধারা সৃষ্টি করে চলেছে। ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে জে.এস.সি পরীক্ষার ফলাফল পরিসংখ্যানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক কদমতলী থানার স্বীকৃতি প্রাপ্ত সকল বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনকারী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। ইতিমধ্যে ২০২১-২০২২ সেশনে উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ছাত্র-ছাত্রীরা শ্রেণি পাঠদান শুরু করেছে। একাডেমিক সাফল্যের পর সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটি প্রতিভার ঝলক তুলে ধরবে সেই প্রত্যাশা রাখি। কদমতলী থানার নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ অনুশীলন ও প্রত্যাশায় অন্যান্য হয়ে উঠুক। সকলের প্রতি আমার অকৃত্রিম ভালবাসা।
……………………………………………….
মোসাঃ জুলেখা আক্তার
সহঃপ্রধান শিক্ষক
নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ