নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ

২০০/১৩৭,মুজাহিদনগর,দক্ষিণ রায়েরবাগ,কদমতলী,ঢাকা।

ফোন: ৭৫৪৬৫১২, ৭৫৪৭৭৬৯,০১৩০৯১৩৬৭৬৩

সুবিধাসমূহ..

  • ইংরেজী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব

    বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ইংরেজী ভাষায় বিশেষ দক্ষতা অর্জনের জন্য প্রতিটি শ্রেণির সিলেবাস ও পাঠ পরিকল্পনায় বোর্ড/নির্ধারিত বইয়ের পাশাপাশি ভাল মানের লেখক অথবা প্রকাশনির ইংরেজী বই অন্তর্ভূক্ত করা হয়।

  • ছাত্র-ছাত্রীদের পরিবহন ব্যবস্থা

    আগ্রহী ছাত্র-ছাত্রীদেরকে স্কুলের নিজস্ব ভ্যান এবং স্কুল কর্তৃক নিযুক্ত পরিবহন সংস্থার ভ্যান, মাইক্রোবাসের মাধ্যমে (নির্ধারিত রুটে) যাতায়াতের ব্যবস্থা করা হয়।

  • স্কাউট ও ক্যাডেট প্রশিক্ষণ

    বিদ্যালয়ের শিশুদের শারীরিক গঠন ও মনোবল বৃদ্ধির জন্য নিয়মিত কুচকাওয়াজ ও শারীরিক কশরত করানো হয়। জাতীয় পর্যায়ে স্কাউট আন্দোলনের সকল কার্যμমে অংশ গ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদেরকে প্রতিদিনের স্কাউট কার্যμমে অংশ গ্রহণ করানো হয়।

  • বিভিন্ন পুরস্কার প্রদান

    বিভিনড়ব শ্রেণিতে মেধাতালিকায় স্থান লাভ, সর্বোচ্চ উপস্থিতি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষা সফর, μীড়া প্রতিযোগিতা, সীরাত মাহফিল, শিষ্টাচার ও উত্তম আচরণের জন্য পুরস্কার প্রদানের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ প্রদানে আমরা সর্বদাই সচেষ্ট।

  • শ্রেণি পাঠাগার

    ৩য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে বিভিনড়ব প্রকার সাহিত্য, বিজ্ঞান, ধর্মীয় ও সাধারণ জ্ঞান সম্বলিত বই পড়ে পাঠ বহির্ভূত জ্ঞান আহরণের জন্য শ্রেণি পাঠাগারের ব্যবস্থা রয়েছে। এক শিক্ষাবর্ষে প্রতিটি শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট সংখ্যক বই পাঠ করা বাধ্যতামূলক।

  • ক্লাস ডায়েরী

    স্কুলের ছাত্র-ছাত্রীদের শ্রেণি কক্ষে শিক্ষার মান, নৈতিক চরিত্র, আচার-আচরণ, উপস্থিতি ও নামায সম্পর্কিত তথ্য ডায়েরির মাধ্যমে অভিভাবকগণকে অবহিত করা হয়। এতে অভিভাবক তার সন্তানের প্রতিদিনের লেখা পড়ার অবস্থা সম্পর্কে সর্বদা অবগত থাকতে পারেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ছাত্র-ছাত্রীদের ডায়েরীতে অভিভাবকদের নিয়মিত স্বাক্ষর করতে হয়। এ স্বাক্ষর দেখে শিক্ষক নিশ্চিত হবেন যে, ছাত্র-ছাত্রীর সঠিক অবস্থা সম্পর্কে অভিভাবক অবহিত আছেন। শ্রেণিতে শিক্ষাদান পদ্ধতিকে কার্যকর ও ছাত্র-ছাত্রীর পড়া আদায়কে নিশ্চিত করার লক্ষ্যে শ্রেণি পাঠের ওপর ডায়েরীতে নম্বর প্রদান করা হয় এবং সাংবাৎসরিক ফলাফলের সাথে এ নম্বর যোগ করা হয়।

  • একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস

    প্রতি শিক্ষাবর্ষে স্কুলের যাবতীয় কার্যμম, অনুষ্ঠানসূচি, বাৎসরিক ছুটি, বিভিনড়ব পরীক্ষার সময়সূচি ও ফলাফল ঘোষণার তারিখ শিক্ষাবর্ষের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জানানোর ব্যবস্থা করা হয়। এছাড়া বছরের শুরুতেই বিভিনড়ব পরীক্ষার সিলেবাস প্রণয়ন করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। ১ম সাময়িক, ২য় সাময়িক, বার্ষিক, প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার পাঠ্যসূচি নির্ধারণ পূর্বক সিলেবাস প্রণয়ন করা হয়।

  • ডিটেনশন ক্লাস

    যে সকল ছাত্র-ছাত্রী শ্রেণির নির্ধারিত প্রতিদিনের পাঠ তৈরী করতে ব্যর্থ হয়। সে সকল ছাত্র-ছাত্রীর কাছ থেকে ছুটির পর নির্ধারিত পড়া আদায়ের জন্য ডিটেনশন ক্লাসের মাধ্যমে দৈনিক পাঠ ও বাড়ির কাজ আদায় করা হয়। যতক্ষণ পর্যন্ত পাঠ আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত বিষয় শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীকে বিদ্যালয়ে অবস্থান করতে হয়। পাঠ আদায়ের পর শিক্ষার্থীকে ছুটি দেয়া হয়।

  • বিশেষ কোচিং

    ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের শত ভাগ পাশ নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক বিশেষ কোচিং করানোর ব্যবস্থা করা হয়।

  • সুন্দর হাতের লেখা চর্চা

    প্রম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চার জন্য প্রতিদিনের ক্লাসে (হ্যান্ড রাইটিং) খাতা বাধ্যতামূলক ভাবে শিক্ষার্থীদেরকে ক্লাসে প্রদর্শণ করতে হয়।

  • পরীক্ষা পদ্ধতি ও ফলাফল

    এ প্রতিষ্ঠানের শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠকে সেমিস্টার পদ্ধতিতে ভাগ করে পাঠ্যμম প্রস্তুত করা হয়। ১ম সাময়িক, ২য় সাময়িক, বার্ষিক, প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নির্ধারিত থাকে। তাছাড়া প্রতি বিষয়ে মাসে ২/৩ বার শ্রেণি পরীক্ষা নেয়া হয় এবং এ সকল পরীক্ষার নম্বর এবং প্রতিদিনের ডায়েরী নম্বরের ভিত্তিতে ছাত্র-ছাত্রীর সাংবাৎসরিক ফলাফল ঘোষণা করা হয়।

  • সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান

    প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে ছাত্র-ছাত্রীদেরকে ধর্মীয় মৌলিক শিক্ষা প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ উদ্দেশ্যে শিশু শ্রেণি থেকেই আরবি পঠণ ও লিখন পদ্ধতি অনুশীলন বাধ্যতামূলক, যাতে প্রতিটি ছাত্র-ছাত্রী কুরআন শুদ্ধরূপে পড়তে, বুঝতে ও লিখতে পারে।

  • আধুনিক শিক্ষা উপকরণ সম্বলিত ডিজিটাল ক্লাস রুম

    কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে আধুনিক শিক্ষা উপকরণের মাধ্যমে মননশীল শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার কার্যμম চালানো হয়। প্রতিটি শ্রেণিকক্ষ সুপরিসর ও ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

  • আরও আধুনিকায়নে আমাদের পদেক্ষেপ সমূহ:

    Smart Education নিশ্চিতকরণ। প্রতিযোগিতায় সেরা প্রতিষ্ঠান গঠন। সহপাঠ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা। নিত্যনতুন তথ্য ও প্রযুক্তির ব্যবহার।

  • প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ON LINE SYSTEM

    Message এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে অভিভাবকদের নিকট যে কোন তথ্য প্রেরণ। ON LINE এ চমৎকারভাবে ফলাফল প্রদান, বেতন গ্রহণ, উপস্থিতি, অনুপস্থিতি, বিলম্বে আগমন ও পলায়নসহ সার্বিক তত্ত্বাবধান। মেশিন রিডেবল আইডি কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের আগমন-প্রস্থানের যথাযথ হিসাব সংরক্ষণ। নিখুতভাবে পরীক্ষার ফল তৈরি ও মোবাইলে অভিভাবকদের নিকট তা প্রেরণ।