নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ

২০০/১৩৭,মুজাহিদনগর,দক্ষিণ রায়েরবাগ,কদমতলী,ঢাকা।

ফোন: ৭৫৪৬৫১২, ৭৫৪৭৭৬৯,০১৩০৯১৩৬৭৬৩

  • বিদ্যালয়ের অবস্থান ও পরিচিতি

    দক্ষিণ রায়েরবাগ তথা কদমতলী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী মহল্লা ৩৬৪০, মুজাহিদনগরে নিরিবিলি ও মনোরম পরিবেশে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস। বিদ্যালয়ের নিজস্ব জমির উপর ৮তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৫ তলা ভবনে বিদ্যালয়ের কার্যμম চলছে। রায়েরবাগ বাস স্টপেজ হতে দক্ষিন দিকে পায়ে হেঁটে ৫ মিনিটের দূরত্বে বিদ্যালয়টি অবস্থিত।

  • প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার বিশেষ দিকসমূহ

    প্রত্যেক শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা প্রত্যেক ছাত্র-ছাত্রীর প্রতি পৃক তদারকি নিশ্চিত করার জন্য প্রতি শ্রেণি/শাখায় শিক্ষার্থীর সংখ্যা ৩০-৩৫ জনে সীমাবদ্ধ রাখা হয়। পাঠ পরিকল্পনা শ্রেণিপাঠকে ফলপ্রসূ ও সফল করার লক্ষ্যে পাঠদানের পূর্ব প্রস্তুতিস্বরূপ শিক্ষক কর্তৃক Lesson Plan (পাঠ পরিকল্পনা) রীতি অনুসরণ করা হয় যা শিক্ষার মান উনড়বয়নকে নিশ্চিত করে। বিদ্যালয়ের শতভাগ পাশ নিশ্চিত করণে কঠোরতা প্রদর্শন প্রতিটি ক্লাসের ছাত্র-ছাত্রীদের প্র ম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণকে তার সন্তানের ফলাফলের ব্যাপারে চূড়ান্ত পত্র দেওয়া হয়। বার্ষিক বা চূড়ান্ত সমাপনী পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে কোন μমেই পরবর্তী ক্লাসে ভর্তির সুযোগ দেওয়া হয় না।

  • শিক্ষক-অভিভাবক যোগাযোগ

    প্রতি বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর অভিভাবকগণ প্রয়োজনে শ্রেণি শিক্ষক অথবা বিষয় শিক্ষকের সাথে সাক্ষাৎ করে নিজ নিজ সন্তান সম্পর্কে বিস্তরিত ভাবে জানতে ও মতামত বিনিময় করতে পারবেন। শিক্ষার্থী সম্পর্কিত বিষয়ে আলোচনার প্রয়োজন থাকলে অভিভাবককে টেলিফোনে যোগাযোগ না করে কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। বিশেষ পরিস্থিতি ও প্রয়োজন মোতাবেক বিশেষ প্রতিবেদন ও নোটিশের মাধ্যমে শিক্ষক ও অভিভাবক গণের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করা হয়।

  • বিদ্যালয়ের পোষাক

    বালক:সাদা শার্ট, কালো প্যান্ট ও সাদা জুতা। এছাড়াও বিদ্যালয়ের নির্ধারিত টাই ও সোল্ডার। বালিকা:সাদা ফ্রোক বা কামিজ, কালো পায়জামা, সাদা ওড়না ও সাদা স্কার্প।

অবশ্যই পালনীয় বিধিসমূহ