- ছাত্র-ছাত্রীদের নিয়মিত ও নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।
- শারীরিক অসুস্থতা বা অনিবার্য কারণে অনুপস্থিতির ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট দরখাস্তের মাধ্যমে প্রয়োজনীয় ছুটি গ্রহণ করতে হবে।
- পূর্বানুমতি ব্যতিরেকে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রতিদিন ২০(বিশ) টাকা হারে জরিমানা দিতে হবে। ১৫ (পনের) দিনের বেশি অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের হাজিরা খাতা থেকে নাম বাদ দেওয়া হয়। এরূপ ক্ষেত্রে পুনরায় ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হয়।
- পি.টি ক্লাস, শিক্ষা সফর, সকল প্রকার জাতীয় অনুষ্ঠান এবং বিদ্যালয় কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্যμমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বাধ্যতামূলক।
- ছাত্র-ছাত্রীর গর্হিত আচার আচরণ এবং কোন কোন ক্ষেত্রে অভিভাবকের অনুচিত হস্তক্ষেপের কারণে বিদ্যালয়ের পরিবেশ বিঘেড়বর আশঙ্কা থাকলে সে ধরনের শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেয়া হয়। সে ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- সুশৃঙ্খল পাঠদানের জন্য ক্লাস শুরুর পর কোন অভিভাবক/অভিভাবিকাকে বিদ্যালয়ের দ্বিতীয় এবং তদূর্ধ তলার কোন প্রাঙ্গণে অবস্থান করতে দেয়া হয় না।
- প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে নির্দিষ্ট ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক।
- ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
- বিদ্যালয়ে আসার পর বিনা অনুমতিতে কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের বাহিরে যেতে পারবে না।