নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ

২০০/১৩৭,মুজাহিদনগর,দক্ষিণ রায়েরবাগ,কদমতলী,ঢাকা।

ফোন: ৭৫৪৬৫১২, ৭৫৪৭৭৬৯,০১৩০৯১৩৬৭৬৩

এটিই আমার একমাত্র কর্মক্ষেত্র। শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্খীদের নিষ্ঠা ও ভালবাসার দৃশ্যমান রূপ অবয়ব নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ। এলাবাসীসহ সকলের দোয়া ও যত্নে প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী হয়ে উঠেছে এবং অহংকার করার মত সফলতার বর্ণরঙিন ধারা সৃষ্টি করে চলেছে। ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে জে.এস.সি পরীক্ষার ফলাফল পরিসংখ্যানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,  ঢাকা কর্তৃক কদমতলী থানার স্বীকৃতি প্রাপ্ত সকল বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনকারী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে  পরিচিতি লাভ করেছে। ইতিমধ্যে ২০২১-২০২২ সেশনে উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ছাত্র-ছাত্রীরা শ্রেণি পাঠদান শুরু করেছে। একাডেমিক সাফল্যের পর সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটি প্রতিভার ঝলক তুলে ধরবে সেই প্রত্যাশা রাখি। কদমতলী থানার  নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ অনুশীলন ও প্রত্যাশায় অন্যান্য হয়ে উঠুক। সকলের প্রতি আমার অকৃত্রিম ভালবাসা।

……………………………………………….

মোসাঃ জুলেখা আক্তার
          সহঃপ্রধান শিক্ষক
নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ